জিনাত সানু স্বাগতা

সন্ধ্যা ৭টা ৪৫ মি, ১৪ এপ্রিল, দেশ টিভি

সেলিব্রিটি শো 'বৈশাখী আড্ডা'

প্রযোজনা সুমন সাহা
বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে দেশ টিভি প্রচার করবে এক বিশেষ সেলিব্রিটি-শো ‘‘বৈশাখী আড্ডা”। বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা এদিন একই অনুষ্ঠানে মিলিত হয়ে নতুন বছরকে বরণ করবেন। এতে অংশগ্রহণ করছেন অভিনেতা সাজু খাদেম, সংগীত শিল্পী ন্যান্সি, অভিনেত্রী স্বাগতা, মডেল টুম্পা এবং চিত্রনায়িকা শম্পা। সুমন সাহার প্রযোজনায় নববর্ষের সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

১৪ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›