বিকাল ৩টা, ১৪এপ্রিল, বৈশাখী টেলিভিশন
বৈশাখী কনসার্ট-এ
তাহসান ও ব্যান্ড লালন
প্রযোজনা: অসীম সাহা
সঙ্গীত শিল্পী তাহসান এবং ব্যান্ডদল লালন বাংলাবর্ষের প্রথম দিনে গান গাইবেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে। উল্লেখ্য, একাধারে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগে গান শিখেছেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি তাঁর বন্ধুদের সাথে মিলে ‘ব্ল্যাক’ নামের ব্যান্ডটি গঠন করেন যা তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে তিনি আর এই ব্যান্ডের সাথে সম্পৃক্ত নন। অপরদিকে ২০০১ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড লালন লোকগানের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের ফিউশন ঘটিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ব্যান্ডের প্রধাণ কন্ঠশিল্পী সুমি। এ ছাড়া বেজ গিটারে সেন্টু, লিড গিটারে মাসুম, ড্রামসে রয়েছেন তিতি।
পহেলা বৈশাখ বিকেল ৩ টা থেকে বৈশাখী টেলিভিশেনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অসীম সাহা।
সাতদিন/এমজেড