দুপুর ২টা ৩৫মি, ১৪এপ্রিল, এনটিভি
বৈশাখী কনসার্ট "বৈশাখী ছন্দে"
অংশগ্রহনেঃ এলআরবি, মাইলস, জেমস, মমতাজ, অর্নব, এলিটা করিম
প্রযোজনাঃ কাজী মোহাম্মদ মোস্তফা
উপস্থাপনাঃ নূজহাত সোউম
জনপ্রিয় ব্যান্ড এলআরবি, মাইলস, জেমস, মমতাজ, অর্নব, এলিটা করিম প্রমূখ জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’। অনুষ্ঠানে শিল্পীরা তাদের জনপ্রিয় গান পরিবেশন করবেন। কাজী মোহাম্মদ মোস্তফা’র প্রযোজনায় অনুষ্ঠানটি ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এনটিভিতে দুপুর ২টা ৩৫মিনিটে প্রচারিত হবে।
সাতদিন/এমজেড