রাত ৮টা, ১৪ এপ্রিল, এসএটিভি
বিশেষ অনুষ্ঠান: রঙিলা ঢোল
প্রযোজনা: কাজী চপল
বাঙালির হৃদয়জুড়ে টাকডুম টাকডুম তালে বেজে যায় বাংলাদেশের ঢোল। ঢোল আর ঢোলের যাবতীয় বৃত্তান্ত নিয়ে বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘রঙিলা ঢোল’। ঢোলের ইতিকথা, তৈরীর গল্প আর ঢোলের নানাবিধ বাজনা দিয়ে সাজান হয়েছে এ অনুষ্ঠানটি।
কাজী চপল-এর প্রযোজনায় এসএ টিভি’তে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ৮টায়।
সাতদিন/এমজেড