বিকেল ৫টা ৪০মি, ১৪এপ্রিল, এনটিভি
লোকজ গানের অনুষ্ঠান: কাজল মাটির সুর
অংশগ্রহনেঃ শিল্পী কৃষ্ণকলি ইসলাম, অরূপ রাহী, ফকির শাহাবুদ্দিন ও লালন আখড়ার বাউল শিল্পী
প্রযোজনাঃ হাসান ইউসুফ
বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হল লোকজ গান, যা যুগ যুগ ধরে বাংলা সংস্কৃতির মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হয়ে আসছে। সেজন্যে বাঙালির শিকড় খুজতে বারবার ফিরতে হয় এসব লোকজ উপাদানের দিকে। আরে একথা মাথায় রেখেই ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ গানের অনুষ্ঠান ‘কাজল মাটির সুর’-এ গাইবেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম, অরূপ রাহী, ফকির শাহাবুদ্দিন ও লালন আখড়ার বাউল শিল্পী বৃন্দ। হাসান ইউসুফের প্রযোজনায় অনুষ্ঠানটি এনটিভিতে বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে।
সাতদিন/এইচআর