রাত ৯টা ৪৫ মি, ১৫ এপ্রিল, দেশটিভি
মিউজিক্যাল লাইভ: নচিকেতার গান
নতুন বছরের আগমনে নববর্ষের পরদিন দেশ টিভির বিশেষ মিউজিক্যাল লাইভে গান গাইতে আসছেন বাংলা ভাষার জনপ্রিয় শিল্পী নচিকেতা। সমাজসচেতন কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা চক্রবর্তী। ৯০-এর দশকে তাঁর ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশিত হলে এই ভারতীয় বাঙালি শিল্পী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সমাজের নানান ধরনের অন্যায়, বৈষম্য, অপরাধ ও ভণ্ডামীর বিরুদ্ধে গানের মাধ্যমে সোচ্চার হয়েছেন এই শিল্পী।
নববর্ষের পরদিন অর্থ্যাৎ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে ‘‘নচিকেতার গান” নামের বিশেষ অনুষ্ঠানটি। আলমগীর হোসেন-এর প্রযোজনায় তানিয়া হোসেন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।
সাতদিন/এমজেড