কমন ডায়লগসন্ধ্যা ৭টা ৫০মি, ১৫ এপ্রিল, একুশে টেলিভিশন

বিশেষ নাটক ‘কমন ডায়লগ’

পরিচালনা: নুজহাত আলভী আহমেদ
অভিনয়: মেহজাবিন, সজল, টুম্পা

পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনে আগামী ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কমন ডায়লগ’। তুহিন হোসেনের রচনা এবং নুজহাত আলভী আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবিন, সজল, টুম্পাসহ আরও অনেকে।

শ্রাবন ও মিথিলা দুজনই ইউনিভার্সিটি স্টুডেন্ট। কেউ কাউকে চিনে না। দুজনই হেবী ফটকা। শুধু প্রেম করে বেড়ায়। শ্রাবন সুন্দরী মেয়েদের সাথে ইমোশনাল একটা গল্প শোনায় এবং তাদের মন জয় করে প্রেম করে বেড়ায়। একই গল্প সবাইকে শোনায়। ওদিকে মিথিলা পটায়ে পটায়ে প্রেমে অভিনয় করে দামি দামি গিফট হাসিল করে। এভাবে হাস্য রসের মধ্যে চলতে থাকে দুজনার দিন। এভাবে চলতে চলতে হঠাৎ দুই ফটকার দেখা হয়ে যায়। শ্রাবন অনেক ট্রিক্স খাটায় মিথিলাকে প্রেমে ফেলার জন্য। মিথিলাও তার মত ভাব ধরে এবং তাদের প্রেম হয়। সেখানেও মজার কিছু ঘটনা ঘটে। ঘটনাক্রমে একদিন দুজন দুজনার ফটকামি সর্ম্পককে সব জেনে যায়, শুরু হয় প্রচন্ড ঝগরা এবং ঝগরা থেকে বিচ্ছেদ। বিচ্ছেদের পরে দুজন বুঝতে পরে যে একজন আরেক জনকে সত্যি সত্যি ভালবেসে ফেলেছে। কিন্তু তখন আর কেউ কাইকে বলতে চয়না কার দুজনই ভাবে আমি ঠিক হলেও তো ও ঠিক হবে না। পেরিয়ে যায় চার বছর। দেখা যায় সুন্দর একটা মেয়ে হেটে আসছে যথারিতি শ্রাবন তাকে দেখে মুগ্ধ। সুন্দরীকে দেখার সাথে সাথে শ্রাবন দঃখ দুঃখ মুখ বানায় মেয়েটার সামনে গিয়ে তার সেই কমন গল্প বলে মেয়েটাকে পটানোর চেষ্টা করে এমন সময় পিছন থেকে মিথিলা শ্রাবনের কান টেনে ধরে বলে যে, আমি হলো তার স্ত্রী। আর কোলোর বাচ্চা দেখিয়ে বলে আর এ হলো আমাদের বাচ্চা। সুন্দুরী হাসি দিয়ে দিয়ে চলে যায়।

সাতদিন/এমজেড

১৫ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›