সকাল ৯টা ৩০মি, ১৬ এপ্রিল, একুশে টেলিভিশন
ফোক হিটস এর ২য় পর্বে গাইবেন সন্দীপন
প্রযোজনা: সাখাওয়াৎ লিটন
সহকারী প্রযোজনা: শতরূপা দত্ত
পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশন তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনের দ্বিতীয় দিন ১৫ এপ্রিল সকাল ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে ফোক সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘ফোক হিটস’। দুই পর্বের এই বিশেষ আয়োজনের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন।
দেশের সংগীত মাধ্যমে বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে লোক গান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমান জনপ্রিয় এই ফোক গান। বর্তমানে আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে সবার কাছে আরো গ্রহণযোগ্য করে নিয়ে আসা হয়েছে সংগীতের এ ধারাকে। পহেলা বৈশাখ ও একুশে টেলিভিশনের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ আয়োজনে ফোক গানের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়াই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।