জাহিদ-মৌবিকাল ৩টা ৩০মি, ১৫ এপ্রিল, একুশে টেলিভিশন

মিস্টার এন্ড মিসেস শাহরিয়ার

রচনা এবং পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: জাহিদ হাসান, মৌ, আহসান কবির

পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ১৫ এপ্রিল বিকাল ৩টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মিস্টার এন্ড মিসেস শাহরিয়ার’।

মিস্টার এন্ড মিসেস শাহরিয়ার যেন সব সময়ের জন্য মিস্টার এন্ড মিসেস জেরী। সারাক্ষনই একজন আরেক জনের সাথে কোন না কোন ঝগড়ায় মেতে থাকে। তাদের বন্ধু বান্ধব সবাই চেষ্টা করেছে এই ঝগড়া এই অশান্তি থেকে দুরে থাকার জন্য। কিন্তু ওরা কিছুতেই কোন কথা শুনতে রাজী না। একদিন শাহরিয়ার এক মাস্তান কে ঠিক করে মিসেস শাহরিয়ারকে টাইট দেবার জন্য। কিন্তু মাস্তানটি বাড়ীতে ঢুকে জয়েন করে মিসেস শাহরিয়ারের দলে। শুরু হয় নতুন এক কাহিনী।

অঞ্জন আইচের রচনা এবং পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌ, আহসান কবির প্রমুখ।

সাতদিন/এমজেড

১৫ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›