বিকাল ৩টা ৫ মি, ১৬ এপ্রিল, চ্যানেল আই
রবি এ সপ্তাহের ছবি
কখনও মেঘ কখনও বৃষ্টি
কাহিনী: রাবেয়া খাতুন
পরিচালনা: মুশফিকুর রহমান গুলজার ও মৌসুমী
অভিনয়: রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী, হুমায়ূন ফরীদি
প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নির্মিত হয় ২০০৩ সালে। চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেন মুশফিকুর রহমান গুলজার ও মৌসুমী। এটি চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী, হুমায়ূন ফরীদি, শহিদুল আলম সাচ্চু, শাবন, জেসমিন পারভেজ ও অন্যান্য।
সাতদিন/এমজেড