রাত ১১টা, ১৬ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো’র অতিথি
ছায়া রানী কর্মকার
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী ছায়া রানী কর্মকার। তিনি মূলত পঞ্চ কবির গান গেয়ে থাকেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন এই গুণী শিল্পী। তিনি সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’য় শিক্ষকতা করছেন।
তিনি আসছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত বৈঠকী গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’র অতিথি হয়ে। দুই ঘন্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানটি সরাসরি মাছরাঙা টেলিভিশনের স্টুডিও থেকে সম্প্রচারিত হবে। অনুষ্ঠান চলাকালিন দর্শকরা ফোন করে তাঁদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন। সাইফুল ইসলাম-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কৌশিক শংকর দাশ।
সাতদিন/এমজেড