বিকেল ৫টা ৩০ মি, ১৬ এপ্রিল, একুশে টিভি
গোপাল ভাঁড় ও মোল্লা নাসিরউদ্দিন এর গল্প নিয়ে
হাসির নাটক : মজার কিস্সা
প্রযোজনা : আবু হাসনাত মনি ও মানিক শিকদার।
গোপাল ভাঁড় ও মোল্লা নাসিরউদ্দিন সুপরিচিত দুটি নাম। এই দুই কিংবদন্তী তাদের জীবদ্দশায় রঙ্গময় ও ব্যঙ্গময় বুদ্ধিমত্তার জন্য কালোত্তীর্ন ব্যক্তিত্ব হয়ে আছেন। তাদের প্রতিটি দিনের প্রতিটি ঘটনা যেন অবিস্মরনীয় ও শিক্ষনীয় সাবলীল ইতিহাস। কৌতুকপূর্ণ এইসব ইতিহাস থেকে জানা যায় তখনকার জীবনধারা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংস্কৃতি ও অর্থনৈতিক চিত্র। তাদের এই বিশাল কৌতুক ভান্ডার থেকে নির্বাচিত কয়েকটি কৌতুক নাটিকা নিয়েই সাজানো হয়েছে হাসির নাটক “মজার কিস্সা”।