বিকাল ৫টা ৩০ মি, ১৬ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র অতিথি দিল মনোয়ারা মনু
প্রযোজনা: কাজী চপল
একাধারে সাংবাদিক, লেখক, সমাজকর্মী দিল মনোয়ারা মনু’কে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। তিনি নারী ও শিশু অধিকার আন্দোলনের সাথেও জড়িত। দিল মনোয়ারা মনু ২৫ বছর যুক্ত ছিলেন ‘অনন্যা’র সাথে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কচি কাচার মেলা’র সাথে যুক্ত আছেন।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন বরেণ্য সফল ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে এগিয়ে যায় অনুষ্ঠান।
সাতদিন/এমজেড