আনন্দ ভ্রমণের বিষয়

বিকাল ৪টা ৩০ মি, ১৬ এপ্রিল, জিটিভি

আনন্দ ভ্রমণের বিষয়

চট্টগ্রামের ওয়ান্ডার ল্যান্ড

প্রযোজনা: এইচ এম রাজন
উপস্থাপনা: মিম

দেশের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ওয়ান্ডার ল্যান্ড। খরস্রোতা কর্ণফুলী নদীর পাশেই অবস্থিত এই পার্কে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। বিভিন্ন ধরণের রাইডের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগেরও সুযোগ পাওয়া যায় এখানে। জিটিভির ভ্রমণ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘আনন্দ ভ্রমণ’-এর এবারের পর্বে থাকছে এই মনোরম টুরিস্ট স্পটটি নিয়ে প্রতিবেদন।

অনুষ্ঠানটির এবারের পর্বে আরও দেখানো ঐতিহাসিক কার্জন হলকে নিয়ে প্রতিবেদন। কার্জন হল ১৯১৪ সালে ঢাকায় এই ভবনটির ভিত্তি-প্রস্তর স্থাপন করেন তৎকালিন ভাইসরয় ও ফভর্নর জেনারেল জর্জ কার্জন। এটি মূলত ঢাকা কলেজের পাঠাগার হিসেবে ব্যবহারের জন্য নির্মিত হয়। ভবনটি নির্মাণের অর্থ দিয়েছিলেন তৎকালিন ভাওয়ালের রাজকুমার। কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের শ্রেণীক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সাতদিন/এমজেড

১৬ এপ্রিল ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›