রাত ৮টা, ১৬ এপ্রিল, এটিএন বাংলা

জাহিদ হাসান ও তারিনের উপস্থাপনায়
র‌্যাব-২ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহজাবিন
সংগীত পরিবেশনায় কর্ণিয়া ও সজল

প্রযোজনা: মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-২ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১৬ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মান মাতানো এ অনুষ্ঠানে থাকবে নাচ, গান, কৌতুক সহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় মডেল মেহজাবিন ও চিত্রনায়িকা রথি সহ মডেল মীনা ও জেনিফার । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন পাওয়ার্ড ভয়েস তারকা কর্ণিয়া ও সজল। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।

জাহিদ হাসান ও তারিনের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের যৌথ প্রযোজনায় বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ১৬ এপ্রিল রাত ৮টায়।

সাতদিন/এমজেড

১৬ এপ্রিল ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >