রাত ৯টা ৩০ মি, ১৬ এপ্রিল, এসএটিভি
স্টার লাইন রান্না ঘর- এ নিরব
প্রযোজনা: আবু জাফর রায়হান
বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন নিরব। এরপর থেকে শুধু সামনে এগিয়ে চলা। মডেলিং-এর পাশাপাশি শুরু করেন অভিনয়। ছোট এবং বড় পর্দায় সমানভাবে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এবার তাঁকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়। এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘স্টার লাইন রান্নাঘর’-এ অতিথি হিসবে আসছেন তিনি।
২০০৯ সালে শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে নিরবের। এ পর্যন্ত তাঁর ১৯টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এ ছাড়া অভিনয় করেছেন বহু টিভি নাটকে।
সাতদিন/এমজেড