বিকাল ৫টা, ১৮ এপ্রিল, বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তন, ঢাকা
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে
পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এই আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘শহীদ কবির: প্রান্তিকতার রূপকার’ এবং ‘মনিরআর্টিস্ট@’ শিরোনামের দুটি প্রামাণ্য চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্রের টিকেটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিল্পী শহীদ কবির’কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘শহীদ কবির: প্রান্তিকতার রূপকার’ প্রদর্শিত হবে বিকাল ৫টায়। এন রাশেদ চৌধুরীর পরিকল্পনা ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। শিল্পী মনিরুল ইসলাম’কে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মনিরআর্টিস্ট@’ প্রদর্শিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই চলচ্চিত্রটি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় রয়েছেন এ কে এম জাকারিয়া।
সাতদিন/এমজেড