A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

পহেলা বৈশাখ উপলক্ষে শান ও জয়ীতা’র সংগীতসন্ধ্যা | সাতদিন

সন্ধ্যা ৭টা, ১৮ এপ্রিল, ইএমকে সেন্টার, ঢাকা

পহেলা বৈশাখ উপলক্ষে

শান ও জয়ীতা’র সংগীতসন্ধ্যা

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টার এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী শান ও জয়ীতা’র অংশগ্রহণে এই সংগীত সন্ধ্যা ইএমকে সেন্টার-এর সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে এবং অন্যান্য দর্শক-শ্রোতারা একশ টাকার টিকেটের বিনিময়ে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন। তবে আসন সংখ্যা সীমিত।

অনুষ্ঠানে শিল্পীদ্বয় রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের পাশাপাশি পরিবেশন করবেন শচীন দেব বর্মন, বেগম আক্তার, অখিলবন্ধু ঘোষ-এর মত কিংবদন্তী শিল্পীদের গান। উল্লেখ্য, বর্তমান সময়ে বাংলাদেশের সংগীত জগতের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম শান ও জয়িতা। মানসম্পন্ন গান পরিবেশন করে তাঁরা দুজনই ইতোমধ্যে দর্শক-শ্রোতার মন জয় করেছেন।

সাতদিন/এমজেড

১৮ এপ্রিল ২০১৫