রাত ১১টা, ১৭ এপ্রিল, এসএটিভি
এসএ লাইভ স্টুডিও কনসার্টে ব্যান্ড ঘুড্ডি
প্রযোজনা: আশরাফ উজ জামান
এসএ টেলিভিশনের সংগীত বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও কনসার্ট’-এ থাকছে ২০০৭ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড ঘুড্ডি। ব্যান্ডটি ২০১৫ সালের মার্চ মাসে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। মূলত রক ও মেলো রক ঘরানার এই ব্যান্ডটি সুমন ও ফয়সাল দুই ঘনিষ্ঠ বন্ধু শুরু করেন। পরে এতে যোগ দেন, মামুন, রেজা, রাতুল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের আড্ডায় থাকছেন সংগীতশিল্পী কাজী শুভ, সংগীতশিল্পী এস কে প্রকাশ ও সংগীত পরিচালক মহিদুল হাসান।
সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোন কলের পাশাপাশি আরো থাকছে ভিডিও কল করার সুযোগ। এবারের পর্বে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘সিম্ফনী’।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশরাফ উজ জামান। দর্শকরা তাঁদের প্রিয় তারকাকে ফোন করতে পারবেন এই নম্বরে- ০২ ৯৮৯৫০৭১, ০২ ৯৮৯৫২৬৬, ০২ ৯৮৯৫৪১৭ এবং ০২ ৯৮৯৬৩৭৯| অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড