দুপুর ২ টা ৩০ মি, ১৭ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
ইচ্ছে গানের দুপুর-এ জলের গান
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’-এ গান করবে সময়ের জনপ্রিয় ব্যান্ড জলের গান। ২০০৬ সালে বাংলাদেশের সঙ্গীত জগতে যাত্রা শুরু করে গানের দল ‘জলের গান’। ভিন্ন এবং স্বতন্ত্র ধারার গান পরিবেশনের জন্য দলটি অল্প দিনের মধ্যে শ্রোতাদের মন জয় করে। জলের গানের প্রধান দুই সদস্য রাহুল আনন্দ এবং কনক আদিত্য ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করায় গত চার মাস দলটি কোন শো করতে পারেনি। ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় দীর্ঘ চার মাস পর আবার স্টেজ শো করতে যাচ্ছে দলটি।
জলের গানের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এ বছর জুন মাসে দলটির দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হয়েছে। জলের গানের এ পর্যন্ত প্রকাশিত সব গান দলটির নিজস্ব ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে।
দুই ঘণ্টার এ অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’-এ নিজেদের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবে তারা। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবে। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
সাতদিন/এমজেড