রাত ১১টা, ১৭ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে
সরাসরি গাইবেন বারী সিদ্দিকী
উপস্থাপনা: জিনাত সানু স্বাগতা
প্রযোজনা: রবিউল হাসান সুজন
সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গাইবেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী। স্টুডিও লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। জিনাত সানু স্বাগতার উপস্থাপনায় সময় কাটুক গানে গানে প্রযোজনা করছেন রবিউল হাসান সুজন।
দেশবরেণ্য খ্যাতিমান সঙ্গীতশিল্পী এ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করেন। টেলিফোনে দর্শক সরাসরি প্রিয়শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন সেইসঙ্গে নিজের পছন্দের গানের অনুরোধও করতে পারেন।