সকাল ১১টা, ১৮ এপ্রিল, দেশ টিভি
মেঘ রোদ্দুর ও রমলা
রচনা: মুরাদ পারভেজ
পরিচালনা: সোহানা সাবা
অভিনয়: আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, দীপান্বিতা
দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরেছে দুই বন্ধু। এক বৃষ্টির রাতে বন্ধুকে হত্যা করে তার সব অর্থ ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় অন্য বন্ধু। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বৃষ্টির ফোঁটাগুলো সাক্ষী হয়ে আছে সেই হত্যাকাণ্ডের। আরেক বৃষ্টির দিনে নিজের অজান্তেই বন্ধুকে হত্যার কথা স্বীকার করে সে।
দেশ টিভিতে প্রচারিত হবে নাটক মেঘ রোদ্দুর ও রমলা। লিখেছেন মুরাদ পারভেজ। পরিচালনা করেছেন সোহানা সাবা। অভিনয় করেছেন আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, দীপান্বিতা প্রমুখ।