রাত ৮টা, ১৭ এপ্রিল, বৈশাখী টেলিভিশন

নাটক: বিবর্ণ প্রজাপতি

পরিচালনা অঞ্জন আইচ
অভিনয় সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, সাঈদ বাবু

মৌয়ের স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ব্যস্ততার জন্য স্ত্রীকে তিনি একদম সময় দিতে পারেন না। তাই ক্রমে নিঃস্বঙ্গ হয়ে পড়েন মৌ। ঘটনাক্রমে একদিন তার থেকে বয়সে ছোট এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে যুবকের সঙ্গে সখ্য বাড়তে থাকে মৌয়ের। একদিন তার স্বামী বিষয়টা জানতে পারেন। ফলে অনিবার্য দূরত্ব তৈরি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। তবুও ওই যুবকের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান মৌ।

কিন্তু একটা সময় ওই যুবক যোগাযোগ বন্ধ করে দেন। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন মৌ। একমাস পর যুবক মৌয়ের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনিদেশের বাইরে চলে যাচ্ছেন। এবং একদিন সত্যিই দেশের বাইরে চলে যান যুবক। আবার একা হয়ে পড়েন মৌ।

অঞ্জন আইচের পরিচালনায় 'বিবর্ণ প্রজাপতি' নাটকে অভিনয় করেছেন মৌ, মাজনুন মিজানকে এবং সাঈদ বাবু। প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।

১৭ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›