রাত ১২টা ২ মি, ১৮ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন

তোমাকে অভিবাদন-এর অতিথি

কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম

উপস্থাপনা: মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক
প্রযোজনা: ফয়েজ রেজা

খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘তোমাকে অভিবাদন’। বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক-এর উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন বীর মুক্তিযোদ্ধা অংশ নিয়ে থাকেন। তিনি উপস্থাপকের সাথে আলাপের মাধ্যমে তুলে ধরেন তাঁর স্মৃতিময় অতিতের কথা ও নানান ভাবনা। এবারের পর্বে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম।

এ ডব্লিউ চৌধুরী’র পুরো নাম আবদুল ওয়াহেদ চৌধুরী যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময়ে ছিলেন ফ্রান্সে যেখানে পাকিস্তানের সদ্য কেনা একটি সাবমেরিনের কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। যুদ্ধ শুরুর পর পর তিনি’সহ ৮ জন বাঙালি কর্মকর্তা পালিয়ে যান এবং অনেক কষ্টে ৮ এপ্রিল ভারতে এসে পৌঁছান। এই আট জন নৌ-কর্মকর্তাকে নিয়ে গঠিত নৌকমান্ডো বাহিনী। মুক্তিযুদ্ধের সময় এই কমান্ডো বাহিনীর কার্যক্রম পাকিস্তানী বাহিনীতে ভীতির সঞ্চার করে। তাঁদের বীরত্ব ছিল কিংবদন্তী তুল্য। তাঁদেরই একজন বীর মুক্তিযোদ্ধা কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম।

সাতদিন/এমজেড

১৮ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›