রাত ৯টা ৫ মি, ১৭ এপ্রিল, এনটিভি
টনএজ শো: স্বপ্ন দেখে মন
অংশগ্রহণে: শশী, লিজা
উপস্থাপনা: সায়েম ও ফারাহ মেহজাবিন
কিশোর-তরুণদের জন্য এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘টনএজ শো: স্বপ্ন দেখে মন’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন অতিথি থাকেন। পাশাপাশি থাকেন এক বা একাধিক সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। উপস্থাপক ও উপস্থাপিকার সাথে চলে অতিথিদের আড্ডা। ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় গান এবং নৃত্য।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি শশী। সংগীতশিল্পী হিসেবে উপস্থিত থাকছেন লিজা।