সন্ধ্যা ৭টা ৪৫মি, ১৭ এপ্রিল, চ্যানেল নাইন

একক নাটক: ফাল্গুন থেকে বৈশাখ

রচনা ও পরিচালনা: মনজুরুল হাসান মিলন
অভিনয়: অপূর্ব, সানজিদা প্রীতি, মঈন আহমেদ ও সানজিদা তন্ময়


‘ফাল্গুন’ বাংলা বছরের দশম মাস আর এই মাসের প্রথম দিন জন্মেছে বলেই ওর নাম ফাল্গুন। ঋতু রানী বলেই বন্ধু মহলে পরিচিত ফাল্গুন। হয়তো ফাল্গুন এর জন্ম কে স্বার্থক করতেই তার জীবনে আসে ‘নব’। গল্পের এক পর্যায়ে জানা যায় নব’র জন্ম আরেকটি চমৎকার দিনে পহেলা বৈশাখ। দু’জনেই যেনো দু’জনের জন্ম স্বার্থক করতেই এক সুঁতোয় বেধে নিয়েছে দু’জনকে। কিন্তু এ সুঁতো দিন দিন দুর্বল হয়ে যেতে শুরু করে। নাটকের গল্পের শুরু এখান থেকেই।

চ্যানেল-নাইন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ফাল্গুন থেকে বৈশাখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল হাসান মিলন। অভিনয় করেছে অপূর্ব, সানজিদা প্রীতি, মঈন আহমেদ ও সানজিদা তন্ময়।

১৭ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›