রাত ৮টা, ১৭ এপ্রিল, এসএটিভি
ফোক বক্স-এ শফি মণ্ডল
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
বাংলাদেশের প্রখ্যাত বাউল সংগীতশিল্পী শফি মণ্ডল। লালনের গানের পাশাপাশি অন্যান্য লোকগানও করেন তিনি। গুরু সাধন মুখার্জির কাছে তালিম নিয়েছিলেন তিনি। শফি মণ্ডল বিশ্বের বিভিন্ন দেশে গান গেয়েছেন। ভাবনগর সংগীত আশ্রম নামে একটি গানের স্কুল পরিচালনা করেন তিনি। শফি মণ্ডল একমাত্র বাংলাদেশি শিল্পী যিনি ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের আমন্ত্রণে নিউইয়র্কের সিম্ফনি স্পেস মঞ্চে একক সংগীত পরিবেশন করার গৌরব অর্জন করেন। তিনি আসছেন এসএ টেলিভিশনে ফোক ফিউশনের অনুষ্ঠান ‘ফোক বক্স’-এর অতিথি হয়ে।
লোকসংগীত বাংলার চিরায়ত একটি গানের ধারা। আমাদের দেশের সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে আছে লোকসংগীত ও বাউল গান। লোকগান নিয়ে এসএ টিভি’র ভিন্ন স্বাদের আয়োজন ফিউশন ধর্মী অনুষ্ঠান ‘ফোক বক্স’। অনুষ্ঠানের প্রত্যেক পর্বে একজন লোকসংগীতশিল্পী থাকেন যিনি ফোক সঙ্গীতকে ভিন্ন ধারায় আধুনিক যন্ত্রের সংমিশ্রনে উপস্থাপন করেন দর্শকদের মাঝে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত ৮টায়।
সাতদিন/এমজেড