বিকাল ৫টা ৩০মি, ১৯ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র এবারের অতিথি
চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু
প্রযোজনা: কাজী চপল
আবদুল্লাহ জহির বাবু একজন লেখক, চিত্রনাট্যকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা। চলচ্চিত্র ‘তুমি আমার’ এর কাহিনীকার হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। চলচ্চিত্রটির পরিচালক জহিরুল হক তারা বাবা। বাবার কারণে ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র সংক্রান্ত কর্মকান্ডের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলেন। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি। এখনও পর্যন্ত সমান তালে কাজ করে যাচ্ছেন এই সফল লেখক।
আবদুল্লাহ জহির বাবু’কে দেখা যাবে এসএ টেলিভিশনের আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড