রাত ৯ টা ১০ মি, ১৯ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
টি উইথ টুটলি’র অতিথি
নৃত্যশিল্পী ডলি ইকবাল
উপস্থাপনা: টুটলি রহমান
প্রযোজনা: রকিবুল আলম
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘টি উইথ টুটলি’র এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন স্বনামখ্যাত নৃত্যশিল্পী ডলি ইকবাল। প্রাণবন্ত আড্ডায় নিজের সংগীতজীবন, ব্যক্তিজীবন, পেশাজীবন, লাইফস্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি। দীর্ঘ দিন ধরে সাংস্কৃতিক মণ্ডলে যুক্ত আছেন এই গুণী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম। টুটলি রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৯ টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রেটি শো ‘টি উইথ টুটলি’।
সাতদিন/এমজেড