সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৮ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা

রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে

মঞ্চ নাটক: শেষের কবিতা

পরিবেশনায়: থিয়েটার আর্ট ইউনিট


থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৪তম প্রযোজনা। প্রশান্ত হালদার-এর নাট্যরূপে এ নাটকের নির্দেশনায় আছেন ড. মোহাম্মদ বারী। উল্লেখ্য, এর আগে নাট্যদল প্রাঙ্গণেমোর-এর প্রযোজনায় ‘শেষের কবিতা’ মঞ্চস্থ হয়েছে।


নাটকে দেখা যায় অক্সফোর্ড পড়ুয়া তরুণ কবি অমিত রায় দেশে ফিরে লাবণ্য নামের শিক্ষিতা রুচিশীল এক তরুণীর প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের সেই প্রেম পরিণতি পায় না। নাটকের শেষে দেখা যায় অমিত কেতকীকে এবং লাবণ্য শোভনলালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়।

নাটকটিতে অভিনয় করছেন প্রশান্ত হালদার, সাইফ সুমন, ফৌজিয়া করিম অনু, লেমন, আনিকা মাহিন একা, মেহমুদ সিদ্দিকী লেলিন, সাজেদ সাজু, সাইদুর রহমান সোহেল, পাভেল রহমান, মাহফুজ সুমন, শুভ, সাদিয়া, রাখী, জলি আহমেদ, শাম্মী প্রমুখ।

সাতদিন/এমজেড

১৮ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›