রাত ৮টা ৪০ মি, সোম থেকে বুধবার, এসএটিভি

শুরু হচ্ছে ধারাবাহিক নাটক

আদর্শ লিপি

কাহিনী ও চিত্রনাট্য: ইকবাল হোসাইন চৌধুরী
পরিচালনা: হাসান মোরশেদ
অভিনয়: মোশারফ করিম, অপর্না ঘোষ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু প্রমুখ


বিচিত্র সব চরিত্র নিয়ে বিচিত্র এক স্কুল। সেখানে হাজির হয়েছে নানা বয়সের মানুষ। আছে খোশবুল নামের এক তরুণ। গ্রাম থেকে সে ঢাকায় এসেছে এক রকম অভিমান করে। মুরগি চুরির মিথ্যে অপবাদ নিয়ে। খোশবুল স্কুলে আসে মূলত মাথা গোঁজার ঠাঁই পাবার আশায়। সে হতে চায় একজন নামি গায়ক। আছে সাধু নামের একজন। যে উচ্চতায় খাটো কিন্তু স্বপ্ন বড়। সে স্বপ্ন দেখে বিরাট বড়লোক হবে। তার সঙ্গে থাকবে দামি মডেলের গাড়ি আর নামি মডেল কন্যা। আছে মনা নামের এক পিচ্চি টোকাই। যার কাজ সুযোগ পেলেই বিনা নোটিশে স্কুল থেকে পালিয়ে যাওয়া। আছে ম্যানেজার খলিলের মত বদ লোক। যার প্রিয় কাজ মানুষকে মনে মনে গালি দেওয়া। আছে আবরার আর নায়লার মতো স্বপ্নবাজ তরুণ-তরুণীও। যারা এগিয়ে নিয়ে যেতে চায় দেশটাকে, শুরু হয় নতুন এক পথ চলা, খোশবুলরা ভর্তি হয় ছোট ওয়ান শ্রেনীতে। এভাবেই স্কুলটা যেন হয়ে ওঠে স্বপ্নবাজ বাংলাদেশেরই আরেক প্রতিচ্ছবি।

ইকবাল হোসাইন চৌধুরী’র কাহিনী ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। অভিনয়ে রয়েছেন মোশারফ করিম, অপর্না ঘোষ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু প্রমুখ। এসএ টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪০ মিনিটে।

সাতদিন/এমজেড

২০ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›