সকাল ১০ টা ৪০ মি, ২০ এপ্রিল, আর টিভি
তারকালাপের অতিথি
মিজ আয়ারল্যান্ড প্রিয়তি
উপস্থাপনা পারিহা লিমা
প্রযোজনা এম সামসুদ্দিন মিঠু
বাংলাদেশের মেয়ে মাকসুদা আখতার প্রিয়তি নির্বাচিত হয়েছিলেন 'মিস আয়ারল্যান্ড-২০১৪' সালে। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন এক সপ্তাহের জন্য। এ মডেল এবার আসছেন আরটিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান আরটিভি প্রাণ মি: ম্যাংগো তারকালাপে।
উল্লেখ্য, বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি ১৪ বছর ধরে আয়ারল্যান্ডে আছেন । শখের বশে মডেলিং করেন। আর পেশা হিসেবে নিতে চান বিমান চালনা। বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তিনি। শুধু বাংলাদেশী হিসাবেই নয়, মাকসুদা এশিয়া মহাদেশ থেকে এ প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী ছিলেন । বাংলাদেশে থাকতেও মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মাকসুদা। ‘মিস আয়ারল্যান্ড’ এর পাশাপাশি মাকসুদা প্রিয়তি জয় করে নিয়েছেন ‘সুপার মডেল’ ও ‘মিস ফটোজেনিক’ খেতাব। এ ছাড়া ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায়ও জায়গা করে নিয়েছেন তিনি।
এম সামসুদ্দিন মিঠু’র প্রযোজনা ও পারিহা লিমা উপস্থাপনায় আরটিভি তারকালাপ প্রচার হবে ২০ এপ্রিল সোমবার সকাল ১০ টা ৪০ মিনিটে।