সকাল ১০টা ২০মি বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
সংগীতশিল্পী সুমী শবনম
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: দীপ্তি
২০১০ সালে একুশে টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ললিতা’র আবহ সংগীতে কন্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সুমী শবনম। তবে গানের জগতে তাঁর পথ চলা তারও অনেক আগে থেকে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘চশমা কিনে দে’ বাজারে আসে ২০০১ সালে। লোকজ আমেজের গান গাইতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন তিনি। এই শিল্পীকে দেখা যাবে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার আসর ‘আলাপ-এর অতিথি হিসেবে।
পলাশ মাহবুব-এর প্রযোজনায় বৈশাখী টিভিতে ‘আলাপ’ প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবি থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড