সন্ধ্যা ৬টা ৩০ মি, ২০ এপ্রিল, একুশে টেলিভিশন
দেশজুড়ে’র এবারের পর্বে মূল প্রতিবেদন
দিনাজপুরের জাদুঘর
প্রযোজক : সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদার
সঞ্চালক : জুলিয়া ইসলাম শিশির
ছয়টি ঋতুর এই ছোট্ট সুন্দর বাংলাদেশের প্রতিটি কোণে আছে অসংখ্য মানুষের জানা অজানা নানা কথা। সমস্যা যেমন আছে তেমনি আছে তার সমাধান, সাফল্যের হাসির সাথে আছে ব্যর্থতার কষ্ট। ইতিহাস ঐতিহ্য আর লোকসংস্কৃতির বৈচিত্র্য পাওয়া যায় প্রতিটি জেলায়। আর দেশজুড়ে দল সারাদেশ থেকে প্রতিনিয়ত নিত্য নতুন বারতা নিয়ে আসে দর্শকদের জন্য।
দেশজুড়ের এবারের আয়োজনে থাকছে দিনাজপুরের মিউজিয়াম নিয়ে মূল প্রতিবেদন। এ ছাড়া থাকছে শরীয়তপুরে কাস্তে তৈরী করীগরদের জীবিকা, চাঁদপুরের বহরিয়া গ্রাম নিয়ে প্রতিবেদন। অনুষ্ঠানের ঐতিহ্য অংশে থাকছে সিরাজগঞ্জের রাধা গোবিন্দ মন্দির। সবশেষে থাকবে বরিশালের শিল্পীর পরিবেশনায় একটি গান।
সাতদিন/এমজেড