বিকাল ৪ট ও সন্ধ্যা ৬টা ৩০ মি, ২১ এপ্রিল, আঁলিয়স ফ্রঁসেজ, ঢাকা

প্রদর্শিত হবে দুটি ফরাসী চলচ্চিত্র


রেনোয়া ফিল্ম সোসাইটি এবং ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’র যৌথ উদ্যোগে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আঁলিয়স ফ্রঁসেজ-এ প্রদর্শিত হবে দুটি ফরাসী ক্লাসিক চলচ্চিত্র। চলচ্চিত্র দুটি হলো—ফ্রাঁসোয়া ত্রুফত পরিচালিত ‘লে দের্নিয়ের মেত্রো’ এবং ‘লেস কোয়েত্রে সেন্ট ক্যু’। এ দুটি চলচ্চিত্রই সারা বিশ্বের অন্যতম সেরা দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। ২১ এপ্রিল ২০১৫ তারিখে চলচ্চিত্র দুটি যথাক্রমে বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আঁলিয়স ফ্রঁসেজ-এর অডিটরিয়ামে প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপশি থাকছে চলচ্চিত্র বিষয়ক আলোচনা। প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


‘লে দের্নিয়ের মেত্রো’ বা ‘দ্য লাস্ট মেট্রো’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ক্যাথেরিন দেনিয়ুভ, জেরার্ড দপর্দ্যু, জাঁ পইরেট, হেইঞ্জ বেনেট প্রমূখ। চলচ্চিত্রটি এমন এক সময়কে তুলে ধরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং পেরিস শহর জার্মান সৈন্যদের দখলে। সে সময়ে পেরিসের এক ইহুদী মঞ্চ পরিচালক এবং তার পরিবারের সংগ্রামের গল্প উঠে আসে এই চলচ্চিত্রে।

অপর চলচ্চিত্র ‘লেস কোয়েত্রে সেন্ট ক্যু’ বা ‘দ্য ৪০০ ব্লোস’ কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করেছিল। এতে অভিনয় করেছেন জাঁ-পিয়েরে ল্যুদ, আলবার্ট রেমি, ক্লেয়ার মাওরিয়ার প্রমূখ। চলচ্চিত্রটি কাহিনী আবর্তিত হয় স্কুল পড়ুয়া এক বালককে ঘিরে যাকে ভুল বোঝে তার বাবা-মা এবং স্কুলের কিছু নির্বোধ শিক্ষক দ্বারাও সে লাঞ্ছনার শিকার হয়।

সাতদিন/এমজেড

২১ এপ্রিল ২০১৫

মুভি

 >  Last ›