রাত ১১টা ২৫ মি, ২১ এপ্রিল, বাংলাভিশন
কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায়
রাত বিরাতে’র অতিথি মুস্তাফা জামান আব্বাসী
প্রযোজনা: কাওনাইন সৌরভ
সংগীত জগতের অতি পরিচিত মুখ মুস্তাফা জামান আব্বাসী। লোকসংগীতের কিংবদন্তী শিল্পী আব্বাস উদ্দিনের সন্তান হিসেবে তিনি ছেলেবেলা থেকে পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। মুস্তাফা জামান আব্বাসী এবং তাঁর বোন ফেরদৌসী রহমান পিতার পদাঙ্ক অনুসরণ করে সংগীত জগতে আসেন।
মুস্তাফা জামান আব্বাসীর জন্ম ৮ ডিসেম্বর ১৯৩৭ সালে কুচবিহারের বলরাম পুর গ্রামে। তিনি লোকসংগীতের পাশাপাশি নজরুলসংগীতও পরিবেশন করে থাকেন। সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য মুস্তাফা জামান আব্বাসী ১৯৯৬ সালে একুশে পদক পেয়েছেন।
মুস্তাফা জামান আব্বাসী আসছেন বাংলাভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘রাত বিরাতে’-র এবারের পর্বের অতিথি হয়ে। রাতের নির্জনতায় বিশিষ্টজনদের জীবনের বিভিন্ন দিক নিয়ে একান্ত আলাপচারিতায় সমৃদ্ধ স্ট্রিট শো ‘রাত বিরাতে’। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তাঁর স্মৃতি বিজড়িতত স্থানে বেড়িয়েছেন।
কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনায় বাংলাভিশনে প্রতি মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হয় ‘রাত বিরাতে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
সাতদিন/এমজেড