দুপুর ১২টা ২০মি, ২১ এপ্রিল, যমুনা টিভি
চলতে চলতে’র অতিথি এইচ টি ইমাম
উপস্থাপনা: মহফুজুর রহমান মিশু
প্রযোজনা: ফয়সাল আহমেদ
তাঁর পুরো নাম হোসেন তওফিক ইমাম। এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত এই মুক্তিযোদ্ধা সরাসরি জড়িত ছিলেন মুজিবনগর সরকারের সাথে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যমুনা টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘চলতে চলতে’র অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে। অনুষ্ঠানে তিনি বলবেন অতীত জীবনের নানা স্মৃতিময় ঘটনার কথা, জানাবেন বর্তমান জীবন ও চিন্তা সম্পর্কে, সেই সাথে জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা।
এইচ টি ইমামের জন্ম ১৯৩৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। পরে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে মুজিবনগর সরকারে সক্রিয় ভূমিকা রাখেন।
‘চলতে চলতে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়সাল আহমেদ। মাহফুজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সোমবার রাত ৯টা ২০ মিনিটে এবং পরদিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে।
সাতদিন/এমজেড