বিকাল ৫টা ৩০ মি, ২১ এপ্রিল, চ্যানেল আই
কথা প্রসঙ্গে’র অতিথি অনন্ত জলিল
পরিকল্পনা ও উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: জামার রেজা ও মোস্তাফিজুর রহমান
দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে চ্যানেল আইতে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘কথা প্রসঙ্গে’। এই সময়ের আলোচিত তারকাদের জানা-অজানা নানা বিষয় নিয়ে ছোট ছোট কথা এবং অনেক না বলা কথা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র-অভিনেতা অনন্ত জলিল। অনুষ্ঠানে অনন্ত জলিল সম্পর্কে কথা বলতে উপস্থিত থাকবেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও অন্যান্য।
অনন্ত জলিল-এর পুরো নাম এম এ জলিল অনন্ত। তিনি একাধারে পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং ব্যবসায়ী। ১৯৯৯ সালে অনন্ত ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং অল্প সময়ে সফলতা পান। তিনি চলচ্চিত্র জগতে আসেন ২০১০ সালে। ‘খোঁজ-দ্য সার্চ’ তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া প্রথম সিনেমা। তাঁর ছবি ‘মোস্ট ওয়েলকাম’ এবং ‘মোস্ট ওয়েলকাম টু’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন।
তানভীর তারেকের উপস্থাপনা ও পরিকল্পনায় ‘কথা প্রসঙ্গে’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জামাল রেজা ও মোস্তাফিজুর রহমান নান্টু। চ্যানেল আই-তে এটি প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড