সন্ধ্যা ৭টা, ১৮ জুন, শিল্পকলা একাডেমি, ঢাকা
মঞ্চসারথি আতাউর রহমানের জন্মদিনে
‘নারীগণ’-এর বিশেষ প্রদর্শনী
পরিবেশনায়: পালাকার
নাট্যদল ‘পালাকার’-এর প্রযোজনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘নারীগণ’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় থাকছেন নাট্যজন আতাউর রহমান। ঐতিহাসিক চরিত্র নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা ও হত্যাপরবর্তী নানা ঘটনা নিয়ে রচিত এই নাটকটিতে অভিনয় করছেন ফারহানা মিঠু, তানিয়া হোসাইন, জয়িতা মহলানবীশ, দীপ্তা রক্ষিতা লাভলী, কাজী ফয়সল, শামীম সাগর, শামীম সুফিসহ আরও অনেকে।
১৭৫৭ সালের ৩ জুলাই হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে মিরণের আদেশে। এরপর নবাবের লাশ হাতির পিঠে নিয়ে মিছিল করেছিল ষড়যন্ত্রকারী মিরণ, মোহাম্মদী বেগ ও খান-ই-মুর্শিদ। কিন্তু, তখন কি ঘটছিল রাজপ্রাসাদের অন্দরমহলে? নারীদের মধ্যে এসবের কি প্রতক্রিয়া হয়েছিল সে সময় তা অনেকটাই অজানা। আর এই সব বিষয়কে প্রতিপাদ্য করেই রচিত হয়েছে নাটক ‘নারীগণ’।
সাতদিন/এমজেড