সন্ধ্যা ৭টা, ২২ এপ্রিল, শিল্পকলা একাডেমি, ঢাকা

দীর্ঘদিন পর মঞ্চে আবার

ময়ূর সিংহাসন

পরিবেশনায়: আরণ্যক নাট্যদল


রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘ময়ূর সিংহাসন’। এটি আরণ্যক নাট্যদলের ৩২তম প্রযোজনা। মান্নান হীরা রচিত এই নাটকটির নির্দেশনায় থাকছেন শাহ আলম দুলাল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, তাজিন আহমেদ, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, সাজ্জাদ সাজু, অয়ন ঘোষ, ফিরোজ মামুন প্রমুখ।


নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৯ সালে। ২০০৯ সালে নাটকটির ১০০তম মঞ্চায়ন হয়। ষাটের দশকের প্রেক্ষাপটে গণতন্ত্রের দাবী, ধর্মনিরপেক্ষতা ইত্যাদিকে উপজীব্য করে নাটকটির কাহিনী গড়ে উঠেছে। এ নাটকে আরও উঠে এসেছে মফস্বল শহরের শিল্পী, অভিনেতাদের জীবনের কথা। মফস্বল শহরে বড় হওয়া লেখক কাছ থেকে দেখেছেন সে সময়ের গুণী অভিনয়শিল্পীদের। তাঁদেরই জীবন-সংগ্রামের প্রতিচ্ছবি পাওয়া যায় এ নাটকে। দীর্ঘ দিন এ নাটকের মঞ্চায়ন হয়নি।

সাতদিন/এমজেড

২২ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›