রাত ১১টা ৩০ মি, ২২ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
হঠাৎ খলিল
রচনা: পলাশ মাহবুব
পরিচালনা: তন্ময় তানসেন
অভিনয়: আনিসুর রহমান মিলন, প্রসূন আজাদ, তুষার খান
বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হঠাৎ খলিল...’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন তন্ময় তানসেন। হঠাৎ খলিল নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এছাড়া আরও অভিনয় করেছেন প্রসূন আজাদ, তুষার খান, আহসানুল হক মিনু সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড