নিবন্ধন চলছে

সত্যজিৎ রায়ের চিত্রনাট্য বিশ্লেষণ কর্মশালা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে যৌথভাবে ‘সত্যজিৎ রায়-এর চিত্রনাট্য বিশ্লেষণ’ শির্ষক দুই দিনের এক কর্মশালার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়া, ইএমকে সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিস বিভাগ। আগামী ১ ও ২ মে অনুষ্ঠিতব্য এই কর্মশালা পরিচালনা করবেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক অনিন্দ্য সেনগুপ্ত। কর্মশালায় যে কেউ ১০০০ টাকা নিবন্ধন ফি জমা দেওয়ার মাধ্যমে অংশ নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য www.iafm.edu.bd/registration এই লিংকে ভিজিট করতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য ০১৭৩১৬৮৩৬৭৭ ও ০১৫৫২৫৭৫০২০ নাম্বারে যোগাযোগ করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মশালা চলবে।


বিখ্যাত ভারতীয়-বাঙালী চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়-এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মশালার অংশ হিসেবে থাকছে লেকচার ও চলচ্চিত্র প্রদর্শনী। লেকচারের ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে বিভিন্ন চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হবে। আলোচনা করা হবে ধারণা, গল্প/প্লট, বিষয়বস্তু, ট্রিটমেন্ট, যুক্তি, দর্শন, বর্ণনা, সংলাপ, নন্দনতত্ত্ব ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয়ে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

সাতদিন/এমজেড

২২ এপ্রিল ২০১৫

মুভি

 >  Last ›