সন্ধ্যা ৬টা ৩০ মি, ২২ এপ্রিল, একুশে টিভি

এবারের ওয়ার্ল্ড স্টোরি’তে থাকছে

- কাতারের জাতীয় খেলা উটের দৌড় সম্পর্কে একটি প্রতিবেদন।
- রাশিয়ার মস্কো শহরের ঐতিহাসিক কিছু দর্শনীয় স্থান।
- নিউজিল্যান্ডের অভয়ারণ্যে চিতা সহ বিলুপ্তপ্রায় প্রানী সংরক্ষণের কথা
- মেক্সিকোর এক রহস্যময় পুতুলের দ্বীপের কথা।

প্রযোজক : সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা : তাসমিয়া তারিন

জার্মানীর ডয়েচে ভেলে টেলিভিশনে ‘ওয়ার্ল্ড স্টোরিস’ অনুষ্ঠানটি ইংরেজী, আরবী, স্প্যানিশ প্রভৃতি ভাষায় প্রচারিত হয়। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।

কাতারে জাতীয় খেলা হিসেবে উটের দৌড় অত্যন্ত জনপ্রিয়। শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার করার কারনে সম্প্রতি এই খেলা কিছুটা বিতর্কিত হয়ে উঠেছে। বর্তমানে এই প্রথা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রোবট আবিষ্কার এই খেলাটিকে পূণর্জন্ম দিয়েছেন। ইউএনটিভির প্রতিবেদক মেরি ফেরেইরা জানাচ্ছেন বিস্তারিত।

হেঁটে হেঁটে নগর ভ্রমণের একটি নতুন পদ্ধতির মাধ্যমে রাশিয়ার পর্যটকরা এক নতুন মস্কো আবিষ্কার করার সুযোগ পেয়েছেন। আশা করা যায় মস্কো ট্যুর এবার আরো বেশি আর্কষণীয় হয়ে উঠবে। আরটি টেলিভিশনের প্রতিবেদক সাভেটলানা খুরাকিনা জানাচ্ছেন বিস্তারিত।

বিশ্বের স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী হলো চিতা। কিন্তু বর্তমানে এ প্রজাতি বিলুপ্তপ্রায় প্রাণীদের খাতায় নাম লিখিয়েছে। নিউজিল্যান্ডের একটি ওয়াইল্ডলাইফ পার্কে সংরক্ষণবাদীরা চিতাসহ বিলুপ্তপ্রায় আরো কিছু প্রজাতির অস্তিত্ব রক্ষায় কাজ করে চলেছে। নিউজিল্যান্ড থেকে সি টিভি’র প্রতিবেদক জো কান জানাচ্ছেন বিস্তারিত।

শিশুদের সাথে মিল রেখে পুতুলের চেহারা হয় মায়াবী ও আদুরে। কিন্তু এই পুতুলও যে কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা জানা যায় মেক্সিকো সিটির ‘ইলসা ডে লাস মিউনিকাস’ বা পুতুলের দ্বীপে গেলে। ক্যাপিটাল ২১ এর প্রতিবেদক পাওলিনা সিলভা জানাচ্ছেন এদেরকে ঘিরে অদ্ভুত কিছু ভুতুড়ে কাহিনী।

সাতদিন/এমজেড

২২ এপ্রিল ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›