রাত ১১টা, ২৩ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো’র অতিথি
নুসরাত জাহান রুনা
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক গানের আয়োন ‘তোমায় গান শোনাবো’। বৈঠকী গানের এই অনুষ্ঠানের এবারের পর্বে সংগীত পরিবেশন করবেন শিল্পী নুসরাত জাহান রুনা। রুনা মূলত নজরুলসংগীত পরিবেশন করে থাকেন। তবে পাশাপাশি তিন কবির গান’সহ অন্যান্য গানও গেয়ে থাকেন। তিনি ছায়ানট সংগীত বিদ্যায়তন হতে নজরুলসংগীতের কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ছায়ানটের নজরুলসংগীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সাইফুল ইসলাম-এর প্রযোজনায় ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়। কৌশিক শংকর দাশ-এর উপস্থাপনায় দুই ঘন্টা ব্যাপ্তির বৈঠকী গানের এই আয়োজনে গানের পাশাপাশি চলে আড্ডা। দর্শকরাও চাইলে ফোনে কোন গানের অনুরোধ করতে পারেন বা আড্ডায় অংশ নিতে পারেন।
সাতদিন/এমজেড