রাত ১১ টা ২০ মি, ২৩ এপ্রিল, আরটিভি
বশির আহমেদ স্মরণে মিউজিক স্টেশন গাইবেন
রাজা বশির ও হুমায়রা বশির
প্রযোজনা শাহ আমীর খসরু
উপস্থাপনা দিঠি আনোয়ার
শ্রোতাপ্রিয় শিল্পী বশির আহমেদ। গত ১৯ এপ্রিল মৃত্যুবার্ষিকী ছিল এ জনপ্রিয় শিল্পীর। অসংখ্য জনপ্রিয় গেয়েছেন গান আছে এ শিল্পী ।এ গুণী শিল্পী স্মরণে এবারের পর্ব অনুষ্ঠিত হবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ । আর তাঁর গানর পরিবেশন করবেন এ দুই সন্তান রাজা বশির ও হুমায়রা বশির । সেই সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি গান ও করবেন দিঠি আনোয়ার।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বশির আহমেদের সংগীত জীবনের নানা বিষয় নিয়ে।
শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশন প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে।