রাত ১টা ২০ মি, ২৩ এপ্রিল, এটিএন বাংলা

সিনেমিউজিকের অতিথি

শিহাব শাহীন

পরিচালনা ও উপস্থাপনা: ফওজিয়া এরিনা


সিনেমিউজিক-এর এবারের পর্বে উপস্থিত থাকবেন এ সময়ের আলোচিত চলচ্চিত্র-নির্মাতা শিহাব শাহীন। সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সাথে সাথে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রটি দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে প্রেক্ষাগৃহে। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। তবে, এর আগে থেকেই টেলিভিশনের জন্য ধারাবাহিক ও একক নাটক পরিচালনা করেছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত ধারাবাহিক ও একক নাটকের মধ্যে রয়েছে—‘ভালোবাসার চতুষ্কোন’, ‘মুম্বাসা’, ‘নীলপরি নীলাঞ্জনা’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘নীল প্রজাপতি’ ইত্যাদি। তিনি আসছেন এটিএন বাংলার নিয়মিত আড্ডা আর গানের আয়োজন সিনেমিউজিকের অতিথি হয়ে।


এ আর এ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। এটি পরিচালনা ও সঞ্চালনা করেছেন ফওজিয়া এরিনা। মধ্যপ্রাচ্যের দর্শকদের চাহিদাকে মাথায় রেখে অনুষ্ঠানটি বিশেষভাবে নির্মিত।

সাতদিন/এমজেড

২৩ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›