রাত ৮টা ৩০ মি, ২৩ এপ্রিল, দ্য ফারমার্স মার্কেট, ঢাকা
ফুয়াদ ও তাঁর দলের লাইভ কনসার্ট
বেলিসমো, ইনসারশন মিউজিক এবং দ্য ফারমার্স মার্কেটের যৌথ উদ্যোগে ঢাকার গুলশানে অবস্থিত ফারমার্স মার্কেটে বসছে ফুয়াদ আলমুক্তাদির ও তাঁর দলের গানের আসর। ২৩ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হতে যাওয়া এই কনসার্টে ফুয়াদ ও তাঁর দল পরিবেশন করবেন তাঁদের সদ্য প্রকাশিত অ্যালবাম ‘হিট ফ্যাক্টরি’র গান। পাশাপাশি তাঁরা তাদের পুরনো জনপ্রিয় গানগুলোও পরিবেশন করবেন।
এই সংগীতায়োজনের পাশাপাশি থাকছে ফারমার্স মার্কেটের খাবারের আয়োজন। এ ছাড়া দর্শক-শ্রোতারা পাবেন শিল্পীর সাথে ছবি তোলার ও কথা বলার সুযোগ। এখান থেকে যে কেউ ফুয়াদের নতুন অ্যালবাম তাঁর অটোগ্রাফ’সহ সংগ্রহ করতে পারবেন যে কেউ।
ডিনার এবং কনসার্টের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা এবং শুধু কনসার্টের জন্য ৫০০ টাকা। অনুষ্ঠানের দিন সন্ধ্যা ৬টা থেকে ফারমার্স মার্কেটে টিকেট পাওয়া যাবে।
সাতদিন/এমজেড