২৪ এপ্রিল থেকে ১ মে, গ্যালারি চিত্রক, ঢাকা
সরাচিত্র প্রদর্শনী
ফিরে চল মাটির টানে-২
রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত গ্যালারি চিত্রক-এ ২৪ এপ্রিল উদ্বোধন করা হবে শিল্পী সুকুমার পাল-এর শিল্পকর্মের প্রদর্শনী। বাংলা নববর্ষ উলক্ষে আয়োজিত এই প্রদর্শনী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে। সরা বা মাটির এক ধরনের পাত্রের উল্টো পিঠে রং তুলিতে আঁকা এ সকল শিল্পকর্মের প্রদর্শনী ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারাক আলভী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নাসির হোসাইন।
সাতদিন/এমজেড