A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

মোহনার সকালে গাইবেন তানজিনা তমা | সাতদিন

সকাল ৮ টা, ২৪ এপ্রিল, মোহনা টেলিভিশন

মোহনার সকালে গাইবেন

তানজিনা তমা

উপস্থাপনা: সায়মা আফরোজ
প্রযোজনা: এ.বাবুল

মোহনার সকালে'র আজকের পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন তানজিনা তমা। জনপ্রিয় সংগীতশিল্পী তানজিনা তমা রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে সংগীত জগতে খ্যাতি অর্জন করেছেন। তিনি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে সংগীত-শিক্ষা লাভ করেছেন। সেখানে তিনি ওয়াহিদুল হক এবং সনজিদা খাতুন’সহ আরও অনেক গুণী শিক্ষকের সান্নিধ্য পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিবন্ধিত শিল্পী।

মোহনা টিভির নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান আজমেরী জেমস হাউস‘মোহনার সকাল’। অনুষ্ঠানটি মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের শিল্পীদের। এ.বাবুল এর প্রযোজনায় সায়মা আফরোজের উপস্থাপনায় মোহনার সকাল' প্রচারিত হয় প্রতিদিন সকাল ৮টায়।

২৪ এপ্রিল ২০১৫