সন্ধ্যা ৭টা ৪০ মি, ১ মে, মাছরাঙা টেলিভিশন
মার্সেল নিবেদিত এ সপ্তাহের নাটক
সেন্সলেস
রচনা ও পরিচালনা: আরিফ রহমান
অভিনয়: মোশাররফ করিম, শায়লা, কচি খন্দকার
মাছরাঙা টেলিভিশনের প্রচারিত হবে ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে নাটক ‘সেন্সলেস’। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শায়লা, কচি খন্দকার প্রমূখ।
সাতদিন/এমজেড